
পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা।।শুনতে বেশ সাদাসিদে আর অধিক উৎপাদনের অর্থনীতি ব্যবস্থা মনে হয়।আসলেই তোহ এ ব্যবস্থা সাদাসিধে।কোম্পানিগুলোর মালিক উৎপাদন যন্ত্রের মাধ্যমে শ্রমিক শ্রেনীর সাহায্যে তৈরী করে অধিক পন্য,আর ছড়িয়ে দেয় দেশ বিদেশে। একটা খুবই নিষ্পাপ ব্যবস্যায়িক ব্যবস্থা। কিন্তু পুজিবাদ কী এতোটাই নিষ্পাপ???জানতে হলে পৌঁছাতে হবে গভীর এক পুজিবাদী সিস্টেমের কেন্দ্রবিন্দুতে। পুঁজিবাদের পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ : […]
প্রতিটি বাঙালির জন্যই দেশকে ,ভাষাকে জানা আবশ্যকীয়। এরই সাথে সাথে সমসাময়িক বিশ্ব সম্পর্কেও চাই সম্যক জ্ঞান। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক খুঁটিনাটি আলোচনা জানতে পড়ুন চর্যাপদ ।
আমাদের গবেষনাধর্মী লেখাগুলি পড়ে নিজেকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করে রাখুন